Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসি

বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য হলো 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে     পড়েছে। UISC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UISC গুলোর মাধ্যমে স্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :

 

1.  পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ

2.  ইউনিয়নের বেকার যুবক/যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান

3.  অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন ফরম পূরণ

4.  সরকারি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা

5.  জন্ম ও মৃত্যু নিবন্ধন

6. নাগরিক প্রশংসা পত্র প্রিন্ট করে প্রদান করা

7. VGD / VGF তালিকা অনলাইনে প্রকাশ করা

8.  সরকারি circulars এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা

9.  কৃষি এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা;

10. জীবন বীমাসহ বিভিন্ন বীমা কোম্পানী সম্পর্কে তথ্য প্রদান করা

11.  ডিসি অফিস এর বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারনকে অবহিত করা

12.  উন্নয়ন (VGD, VGF, TR, সংখ্যালঘু কল্যাণ, Kabikha, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন) এর তথ্য প্রদান করা

13. নকলের আবেদন

14. সম্পত্তি, স্ট্যাম্প বিক্রেতা লাইসেন্স, ভূমি জরিপ) এর তথ্য প্রদান করা

15.  লাইসেন্স (C.I শীট, সিমেন্ট, বিষ, খাদ্য শস্য) এর তথ্য প্রদান করা

16.  অভিযোগ ও প্রতিকার(পেনশন, জমি, পরিবার বিষয়াবলি, আইন ও আদেশ) এর বিষয়ে অবহিত করা

17.  ত্রাণ ও পুনর্বাসন (দান, অনুদান, GR) এর তথ্য প্রদান করা

18.  সার্টিফিকেশন (বিবাহ, এনজিও) এর তথ্য প্রদান করা

19. কম্পোজ, লেমিনেটিং, ফটোকপি ও ইমেল

20. অনলাইনে বিদ্যুৎ বিল গ্রহণ ও অনলাইনে মিটারের আবেদন

21.   বিবিধ (বিভিন্ন কমিটি অনুমোদন, বিভিন্ন আসবাব, dramatical কর্মক্ষমতা, প্রবাসী কল্যাণ, পরীক্ষার বিষয়) তথ্য প্রদান করা।

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে (uisc) স্থানীয় জ্ঞান কেন্দ্র বলা যেতে পারে। স্থানীয় মানুষদের বিভিন্ন  তথ্য ও সেবা দিয়ে UISC গুলো তাদের সময়, শক্তি এবং অর্থ অপচয় রোধ করে। তাই UISC গুলোকে টেকসই ও স্থায়ী করতে নাগরিকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন।